নিজস্ব প্রতিবেদক।। কেশবপুর উপজেলার মধ্যকূল এলাকায় অবৈধভাবে মাটি কেটে মহাসড়কের ক্ষতিসাধন ও সরকারি সম্পদ নষ্ট করার দায়ে মোঃ ইসমাইল হোসেন জনি নামের এক ব্যক্তিকে ১ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২৩ জানুয়ারি) রাত ৯টার দিকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেকসোনা খাতুন এই অভিযান পরিচালনা করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে,কেশবপুর-যশোর মহাসড়কের পাশ থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাটি কাটা হচ্ছিল। এতে গুরুত্বপূর্ণ এই মহাসড়কটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। মাটি কাটার ফলে রাস্তার ব্যাপক ক্ষতির পাশাপাশি পার্শ্ববর্তী বিদ্যুতের খুঁটি ভেঙে যায় এবং বেশ কিছু গাছপালা উপড়ে ফেলা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় অপরাধের সত্যতা পাওয়ায় অভিযুক্ত মোঃ ইসমাইল হোসেন জনিকে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩)’ অনুযায়ী ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন সংবাদমাধ্যমকে বলেন,ব্যক্তি স্বার্থের চেয়ে জনস্বার্থ এবং রাষ্ট্রীয় সম্পদের সুরক্ষা অনেক বেশি গুরুত্বপূর্ণ। অবৈধভাবে মাটি কেটে যারা জনপথ ও রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করছেন,তাদের বিরুদ্ধে আমাদের এই কঠোর অবস্থান বজায় থাকবে। তিনি আরও জানান,রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করা প্রতিটি নাগরিকের দায়িত্ব। ভবিষ্যতে এ ধরনের অপতৎপরতা বন্ধে উপজেলা প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করবে। জনস্বার্থে এ ধরনের কঠোর ব্যবস্থা গ্রহণ করায় স্থানীয় সচেতন মহলে স্বস্তি বিরাজ করছে।
এবিডি.কম/জাহাঙ্গীর আলম রাজু