অমিত সূএধর সাভার উপজেলা প্রতিনিধি।। সাভার থানা রোডে অবস্থিত কিডস্ ইউনিভার্সিটি ইংলিশ ভার্শন স্কুলে শিক্ষার্থীদের উদ্যোগে ২০২৩ ইয়ার এন্ডিং ক্লাস পার্টি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকাল ১১টার সময় স্কুল মিলনায়তনে প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাংবাদিক অমিত সূএধর।
উক্ত অনুষ্ঠানে প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম বলেন,আজ কিডস্ ইউনিভার্সিটি স্কুলের নার্সারি ক্লাসের শিশুদের নিয়ে আনন্দঘন মূহুর্তের মধ্য দিয়ে ক্লাস পার্টি অনুষ্ঠিত হয়। আমরা একবছর এই বাচ্চাদের প্রাইভেট বিহীনভাবে পড়াশোনা করিয়েছি।আমার স্কুলে কোন ছাত্র ছাত্রীর প্রাইভেট পরতে হয়নি এবং আগামিতেও হবে না। সময় দিয়ে হলেও আমরা স্কুল থেকেই পড়া কম্পলিট করিয়ে দিয়ে থাকি।ইতিমধ্যে আপনারা দৃশ্যমান ভাবে দেখেছেন।
এসময় বাচ্চাদের জন্য পুরো ক্লাসটি বেলুন ও বিভিন্ন আটিফিয়াল দ্বারা সজ্জিত করা হয়। মোমবাতি জ্বালিয়ে কেক কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।
উল্লখ্য, ২০২৩ শিক্ষাবর্ষের বার্ষিক শিক্ষা সমাপনী উপলক্ষে আনন্দ আয়োজনে স্কুলের শিক্ষার্থী,শিক্ষক, অভিভাবকদের সরব উপস্থিতিতে ক্লাস পার্টি মিলনমেলায় পরিণত হয়। এসময় পুরো স্কুলজুড়ে বিরাজ করছিল উৎসবের আমেজ। ছোট সোনামণিরা মেতে ওঠেছিল কেক কাটার পরে নাচে গানে ও প্রীতিভোজ আনন্দ মুখর উৎসবের আনন্দে।
এবিডি.কম/রাজু