সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি।। মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের কুসুমপুর গ্রামে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) কুসুমপুর গ্রামবাসীর উদ্যোগে স্থানীয় জাগরণী সংসদ খেলার মাঠে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-১ (সিরাজদিখান-শ্রীনগর) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শেখ মো. আব্দুল্লাহ।
ইছাপুরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কামাল চৌধুরীর সভাপতিত্বে মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শেখ মো. আব্দুল্লাহ। তিনি তাঁর বক্তব্যে যুবসমাজকে মাদকমুক্ত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
শেখ আব্দুল্লাহ বলেন, “আল্লাহপাক যদি আমাকে সুযোগ দেন, তবে আমি সিরাজদিখান উপজেলার যুবসমাজকে ‘চিল্লায়’ পাঠাবো, যাতে তারা মাদকের মরণনেশা থেকে দূরে থাকে। সমাজকে মাদকমুক্ত করতে পারলে চুরি ও ছিনতাই নির্মূল হবে এবং আমাদের মা-বোনেরা নিরাপদে ও শান্তিতে বসবাস করতে পারবেন।”
উক্ত দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস ধীরন, সাবেক সাধারণ সম্পাদক আলী আনসার মোল্লা, বিএনপি নেতা আজিজুল হক খান, উপজেলা যুবদলের আহবায়ক ইয়াসিন সুমন, সদস্য সচিব শাহাদাত শিকদার, ইছাপুরা ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক পাপুল ভুইয়াসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।