নিজস্ব প্রতিবেদক।। সাভারের আশুলিয়ায় উৎসবমুখর পরিবেশে নিউ টাঙ্গাইল মডেল স্কুলের ১২তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার( ২১ জানুয়ারি) দিনব্যাপী নানা নান্দনিক ইভেন্ট ও প্রতিযোগিতার মধ্য দিয়ে শিক্ষার্থীরা তাদের ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করে।
সিরাজুল এন্টারপ্রাইজ প্রিন্টিং-এর চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা কৃষক দলের সদস্য সচিব আবুল হোসেন মুন্সী। এছাড়া বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ঢাকা জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি আবুল হোসেন মুন্সী বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিসীম ভূমিকা রাখে। মাদকমুক্ত সমাজ গঠনে তরুণ প্রজন্মকে মাঠমুখী করার কোনো বিকল্প নেই। এছাড়া সভাপতি সিরাজুল ইসলাম খান বলেন বিদ্যালয়ের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং শিক্ষার্থীদের সৃজনশীল কর্মকাণ্ডে উৎসাহিত করার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান।
এছাড়া উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাসুদুর রহমান দেওয়ান,সিনিয়র যুগ্ম আহ্বায়ক,ঢাকা জেলা ওলামা দল। নুরুল আমিন,আশুলিয়া থানা কৃষক দল। ওসমান গনি,আশুলিয়া থানা কৃষক দল। শাহিন ভান্ডারী,
আশুলিয়া থানা কৃষক দল। মোঃ আনোয়ার হোসেন প্রধান,সভাপতি প্রত্যাশী,ধামসোনা ইউনিয়ন কৃষক দলসহ প্রমুখ। প্রতিযোগিতা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
এবিডি.কম/জাহাঙ্গীর আলম রাজু