নিজস্ব প্রতিবেদক: হত্যার উদ্দেশ্যে মারপিট করে গুরুতর জখম করার দায়ে ঢাকা-১৪ আসনের স্বতন্ত্র প্রার্থী এস এ সিদ্দিক সাজুসহ ৩৪ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী মিরপুর পীরেরবাগের বাসিন্দা গুরুতর আহত মো. ইকবাল হোসেনের ভাই মো. সুজন মিয়া। গত ২৮ শে জানুয়ারি ঢাকার মিরপুরের দারুস সালাম থানায় এ মামলা দায়ের করা হয়েছে।
যার মামলা নং- ১৮/১৮ এবং ধারা ১৪৩/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৫০৬ পেনাল কোড-১৮৬০। দায়ের করা মামলার এজাহারে বলা হয়েছে, গত ২৬ শে জানুয়ারি আনুমানিক রাত পৌনে বারোটার দিকে দারুস সালাম থানাধীন এস এ খালেক আবাসিক এলাকার মূল গেইট সংলগ্ন দারুস সালাম শাহী জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর মো. ইকবাল হোসেন (৪৪) ও দলীয় নেতৃবৃন্দ সৈয়দ মোহাম্মদ ইলিয়াস (৫১), তাইজুল ইসলাম বাবুল এবং জুয়েল সিকদার (৪৮)-দের সাথে দাড়িয়ে কথা বলছিলো।
হঠাৎ করে দুইটি মোটর সাইকেল যোগে এসে তাদের উপর আক্রমন করা হয়। মামলার বাদী মো. সুজন মিয়া জানান, ঢাকা-১৪ আসনের স্বতন্ত্র প্রার্থী এসএ সিদ্দিক সাজুর প্রত্যক্ষ তত্ত্বাবধানে এ হামলার ঘটনা ঘটেছে। মামলার আসামী দিলশাদ হোসেন দিলু, সাইদুল ইসলাম সাইদুল, নবিউল্লাহ বাবু, সোলাইমান, তামজিদ, সামী, আবু বক্কর সিদ্দিক মাকসুদ, সোলেমান দেওয়ান, অকিল আহম্মেদ অনিক, কামাল হোসেন, রাজিব আহম্মেদ, সোহেল রহমান, মির্জা মাসুদ, ইফতেখার সোহেল, মোয়াজ্জেম, সাব্বির আহম্মেদ রানা, নাহিদ হোসেন হযরত, দুলাল, ইমরান হোসেন, ফরমান, নুর ইসলাম, আনোয়ার, দেলোয়ার, সাজু, ইউনুস, পাভেল ভূইয়া, মোরাদ, নজরুল ইসলাম টিটু, মোকসেদুর রহমান সোহাগ, শামীম, রমজান ইসলাম রঞ্জু, এবং সিরাজুল ইসলামসহ অজ্ঞাতনামা ৫/৭ জন উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ঢাকা-১৪ আসনের স্বতন্ত্র প্রার্থী এসএ সিদ্দিক সাজুর সমর্থকরা মিরপুরে ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। বিএনপি প্রার্থী সানজিদা ইসলাম তুলির সমর্থকদের হেনস্তা করার চেষ্টা করছে। কিন্তু সাধারণ জনগন সেই সব আক্রমনের চেষ্টা ভেস্তে দিচ্ছেন।