ঝিনাইদহ কালীগঞ্জে কুড়িয়ে পাওয়ার ১দিন পর মারা গেল নবজাতক শিশু
- প্রকাশের সয়ম :
রবিবার, ২৪ নভেম্বর, ২০১৯
-
৮১
বার দেখা হয়েছে
সম্রাট শাহ্।। ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার মালিয়াট ইউনিয়ন ষাটবাড়িয়া গ্রামের বাজিগর ঘাট রাস্তার ধার থেকে গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে এক ফুটফুটে শিশু দেখতে পায় গ্রামবাসি। পাষন্ড মায়ের ফেলা যাওয়া এই নবজাতক শিশুটি খালি গায়ে শীতের সন্ধ্যায় কাঁদছিল। শিশুটির কাঁদায় এলাকাবাসী নবজাতক শিশুটি দেখতে পায়। এ সময় উৎসুক জনতার ভিড় জমে, কিন্তু কেও কোলে তুলে নেওয়ার ইচ্ছা প্রকাশ না করলেও ষাটবাড়িয়া গ্রামের শারভিনা নামের দুই সন্তানের জননী নবজাতক শিশুটিকে কোলে তুলে নেন।
এরপর গ্রামবাসী পুলিশকে খবর দিলে কালীগঞ্জ থানার ওসি মুহাম্মাদ মাহফুজুর রহমান মিয়া সহ কয়েকজন পুলিশ কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিশুটিকে উদ্ধার করে।
এবং পুলিশের সহয়তায় কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আজ (রবিবার) সকালের পর চিকিৎসাধীন শিশুটির শ্বাসকষ্টজনিত সমস্যা হলে কালীগঞ্জ থেকে যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানেই নবজাতকটি মারা যায়।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. হুসাইন শাফায়েত বলেন, শিশুটি রাতে সুস্থ ছিল। সকালে হঠাৎ শ্বাসকষ্ট শুরু হয়। অবস্থার অবনতি হলে আমরা যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করি।
কালীগঞ্জ থানার ওসি মুহা. মাহফুজুর রহমান বলেন, যশোর জেনারেল হাসাপাতালে শিশুটি মারা গেছে।
Please Share This Post in Your Social Media