শংকর দাস পবন,ঝালকাঠি প্রতিনিধি : “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) সকালে বিদ্যালয় সংলগ্ন সবুজ উদ্যানে আয়োজিত এ অনুষ্ঠানের উদ্বোধন করেন মাননীয় জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাকিলা রহমান। তিনি বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী প্রকৌশলী (শিক্ষা প্রকৌশল অধিদপ্তর) স্নেহলতা রায়, ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পবিত্র কুমার দাস, তৌহিদুর রহমান, মকবুল হোসেনসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।